ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ফেইম এখন ঊনিশে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
ফেইম এখন ঊনিশে

চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। পথপরিক্রমায় পেরিয়েছে ১৮ বছর।

১৯তম বর্ষে পদার্পন উপলক্ষে সংগঠনটি অনুষ্ঠানের আয়োজন করেছে।  

আগামী ১৮ জুলাই ফেইম ১৮তম বর্ষপূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। এদিন নাট্যকলা বিভাগ মঞ্চে নিয়ে আসছে কার্লো গোলদোনির বিখ্যাত কমেডি নাটক ‘দ্য সারভেন্ট অব টু মার্স্টাস’ অবলম্বনে ‘নওকর শয়তান মালিক হয়রান’।

ওইদিন সন্ধ্যা ৭টায় হাসির এই নাটকটির ১৩ম মঞ্চায়ন হবে নগরীর রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউ মিলনায়তনে।  

নাটকটির অনুবাদ ও নির্দেশনায় আছেন ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অসীম দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু দাশ, মুবিদুর সুজাত, পলি চৌধুরী ববি, হাসিবুল আলম, বাপ্পী সিকদার, রুমেল বড়ুয়া, কমল বড়ুয়া, প্রেম পাঠক, সানোয়ার সুমন, নিশিগন্ধা দাশগুপ্তা, খাদিজাতুল রিশিকা ও সাজ্জাদ হোসেন তুষার। এটি ফেইম নাট্যকলা বিভাগের ২১তম প্রযোজনা।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।