ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সালমান সামলান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
সালমান সামলান! সালমান খান

শুটিংয়ের সঙ্গে ধর্ষণকে তুলনা করায় সম্প্রতি বিতর্কের কেন্দ্রে চলে আসে বলিউড সুপারস্টার সালমান খানের নাম। তবে নিজের কথাকে বিকৃত করা হয় জানিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৫ জুলাই) পানভেলে সহশিল্পী আনুশকা শর্মাকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘সুলতান’। এতে তাকে দেখা গেছে কুস্তিগীরের ভূমিকায়। এ চরিত্রে কঠোর দৃশ্যধারণের সময়গুলোতে নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হতো বলে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। তার এই বক্তব্যে সারাভারত নড়েচড়ে ওঠে।

‘বজরঙ্গি ভাইজান’ সালমান বলেছেন, ‘এখন কি তাহলে দুই সপ্তাহ টিকে থাকবে এমন কিছু দেবো আপনাদের? যদি কিছুই না বলি তাহলে আমি বিরক্ত। দেখ‍ুন, পেশার প্রতি আপনাদের দ‍ায়িত্বশীলতা বুঝতে পারি। কিন্তু আমি কিছু বললে মানুষ তা পছন্দ করবে না। তাই আপনারা সিদ্ধান্ত নিন এবং আমাকে বলুন আপনারা আমাকে দিয়ে কি করাতে চান। ’

বিতর্ককে কীভাবে সামলান তা জানতে চাইলে ভারতীয় সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে সালমান আরও জানান, তিনি বলেননি অথচ এমন অনেক কথাই ছাপা হয়ে যায় তার বরাত দিয়ে! সল্লুর কথায়, ‘বলি আর না বলি, মানুষ যা চায় তা ঠিকই লিখে ফেলে। আমি হয়তো একভাবে বললাম, কিন্তু সেটাকে নেওয়া হয় অন্যভাবে। কারও কথাকে কীভাবে নিজের মতো করে সাজানো হয় তা আপনারা জানেন। এটি হতাশাজনক। ’

বিতর্ক পিছু লেগে থাকায় ভক্তদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে কি-না প্রশ্ন করা হলে সালমান বলেন, ‘না, আমি এভাবে ভাবি না। কাজ ভালো হলে এসব মুখ্য নয়। আমার কাছে সবশেষ ছবিতে কেমন করলাম তা গুরুত্বপূর্ণ। সেখান থেকে আবার সব শুরু হয়। একটা অধ্যায় শেষ হলে আরেকটা শুরু হয়। ’

গত মাসে সালমান সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘রিংয়ের দৃশ্যধারণ শেষে হাঁটতে গেলে নিজেকে ধর্ষিতার মতো মনে হতো। সোজা হাঁটতে পারতাম না। ’ নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চাননি তিনি। বিতর্কিত কথা বলায় গত ১৪ জুলাই মহারাষ্ট্র নারী রাজ্য কমিশনে তৃতীয়বারের মতো ডাকা হলেও যাননি সালমান। উত্তর জানিয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন প্যানেলের কাছে। এ ছাড়া গত ৮ জুলাই জাতীয় নারী কমিশনেও দেখা দেননি তিনি।

এদিকে অভিনেতা রিতেশ দেশমুখের প্রযোজনায় যোদ্ধা ছত্রপতি শিবাজির ওপর একটি মারাঠি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সালমান।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।