ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ক্রিস্টেন স্টুয়ার্টকে সহ্য হতো না উডি অ্যালেনের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
ক্রিস্টেন স্টুয়ার্টকে সহ্য হতো না উডি অ্যালেনের! উডি অ্যালেন ও ক্রিস্টেন স্টুয়ার্ট

হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে ‘ক্যাফে সোসাইটি’ ছবিতে নিয়ে কি ভুলটাই না করেছেন বর্ষীয়ান পরিচালক উডি অ্যালেন! দৃশ্যধারণের শুরুর দিকে ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর এমনটাই মনে হয়েছিলো। এ কারণে তিনি মনে মনে পণ করেছিলেন, যেভাবেই হোক নিজেকে প্রমাণ করতে হবে।

 

ক্রিস্টেন স্টুয়ার্ট বললেন, ‘ভেবেছিলাম আমাকে দেখতেই পারছেন না তিনি! মোটেও সহ্য হচ্ছে না তার। আমাকে নিয়ে আফসোসে পুড়ে মরছেন তিনি। ’ যোগ করে তিনি বলেছেন, ‘এরপর মনকে শক্ত করে সিদ্ধান্ত নিলাম, তাকে দেখিয়ে দেবো আমি পরিপূর্ণভাবে কাজটা করতে পারি!’

ক্রিস্টেন যথেষ্ট সুন্দরী নন বলে সমালোচনাও করেছেন ৮০ বছর বয়সী উডি অ্যালেন। মার্কিন এই অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন তিনি এসে এরকমই বোঝালেন। তার মুখে শুনেছি- তোমাকে ভয়ানক লাগছে। তোমাকে সুন্দরী হতে হবে। ’

উডির এমন মন্তব্যে মোটেও ক্ষুব্ধ হননি ক্রিস্টেন। নিজের ছবির নায়িকা মেজাজ ধরে রাখতে পারেন কি-না তিনি সেই পরীক্ষা নিচ্ছেন বলে মনে হয়েছিলো ‘টোয়াইলাইট’ তারকার। ক্রিস্টেন বলেন, ‘এটাকে ব্যক্তিগত  পর্যায়ে নিইনি। তাছাড়া তিনি রাগাতে চাননি। তিনি এ ধরনের মানুষ নন। আমার কাছে মনে হয়েছে, স্বাচ্ছন্দ্যে কাজ আদায়ে এটা তার কৌশল। ’

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।