ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

চিকিৎসকের পরামর্শ না শোনার খেসারত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
চিকিৎসকের পরামর্শ না শোনার খেসারত আফরান নিশো

বিশ্রামে আছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার পায়ের ব্যথা হঠাৎ অনেক বেড়ে গেছে।

গত ২১ জুন শুটিং করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। তখন থেকেই ব্যথাটা ধীরে ধীরে বেড়েছে।

চিকিৎসকরা তখনই নিশোকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাকে কাজ চালিয়ে যেতে হয়েছে। ‘তখন শুনিনি। তখন ব্যথা নিয়েই ঈদের কাজগুলো শেষ করতে হয়েছে। এখন ঠিকই চিকিৎসকের পরামর্শ মেনে শুয়ে-বসে দিন কাটছে। এই হলো অবস্থা’- বললেন নিশো।

নিশোর পুরোপুরি সুস্থ হতে কতোদিন লাগতে পারে তা নিশ্চিত করে জানাতে পারেননি নিশো। হতাশার সুরে বললেন, ‘জানি না। তবে আমার পরিপূর্ণ বিশ্রাম দরকার। ’ 

কোরবানি ঈদের কাজ করবেন কি-না জানতে চাইলে নিশো বলেন, ‘দেখি। কি হয় জানি নাতো!’ তার কথায় বোঝা গেলো, পায়ের ব্যথা পুরোপুরি না সারলে ক্যামেরার সামনে ফিরছেন না তিনি।  

বাংলাদেশ সময় : ১০৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।