ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সালমানকে ছাড়া সঞ্জয় দত্তের ছবি অসম্পূর্ণ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
সালমানকে ছাড়া সঞ্জয় দত্তের ছবি অসম্পূর্ণ! সঞ্জয় দত্ত ও সালমান খান

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন নিয়ে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করেছেন ‘পিকে’র পরিচালক রাজকুমার হিরানি। ছবিটিতে অভিনয় করবেন রণবীর কাপুর।

এগুলো পুরনো খবর।

বলিউড সুপারস্টার সালমান খানের দাবি, বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন নিয়ে চলচ্চিত্র তাকে ছাড়া হতেই পারে না! ‘সুলতান’ তারকা ও সঞ্জুবাবা ব্যক্তিজীবনে ভালো বন্ধু।

দুই দশকের বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব। বিভিন্ন অনুষ্ঠানে তারা একে অপরকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। ‘সাজন’, ‘চল মেরে ভাই’সহ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এক অনুষ্ঠানে সালমান বলেন, ‘ছবিটিতে আমি না থাকলে তা কখনও পরিপূর্ণ হবে না। ’

এ বছরের ফেব্রুয়ারিতে ‘খলনায়ক’ তারকা জেল থেকে ছাড়া পাওয়ার পর সালমানের সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছে না। তাদের দূরত্ব মেটানোর চেষ্টার করছেন সঞ্জয়পত্নী মান্যতা। তাদের এই ঠাণ্ডা যুদ্ধের অবসান ঘটানোর পরিকল্পনাও করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।