ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আমি মা হচ্ছি, মরে তো যাইনি : কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আমি মা হচ্ছি, মরে তো যাইনি : কারিনা কারিনা কাপুর খান

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো বলিউড অভিনেত্রী কারিনা কাপুর মা হতে যাচ্ছেন। তার স্বামী অভিনেতা সাইফ আলি খান খবরটি নিশ্চিত করার পর থেকেই দ্রুত ছড়িয়ে পড়েছে তুমুল জল্পনা! সন্তানসম্ভবা হওয়াকে ঘিরে এসব মুখরোচক খবর পড়ে ভীষণ হতাশ বেবো।

নানারকম জল্পনায় বিরক্ত কারিনা। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি গর্ভবতী হয়েছি, মরে যাইনি। আর মাতৃত্বকালীন বিরতি মানে কী? পৃথিবীতে নারীরা সন্তান গর্ভে ধরেন, জন্ম দেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। সংবাদমাধ্যমের ক্ষান্ত দেওয়া উচিত এবার। সবসময় যেমন ছিলাম সেভাবেই আমাকে মূল্যায়ন করুন। যাদের সমস্যা আছে, তারা আমার সঙ্গে কাজ না করলেই তো হয়। তবে আমার কাজ বরাবরের মতো এগিয়ে চলছে। এটাকে জাতীয় ঘটনা বানিয়ে ফেলবেন না। ’

যোগ করে কারিনা আরও বলেন, ‘এখন ২০১৬ সাল, ১৮০০ সাল না। তখনকার মানুষ সংস্কৃতিমনা ছিলো। তখন মানুষ হয়তো আরও স্বাভাবিকভাবে ভাবতো। এখনকার সংবাদমাধ্যমের মতো তখন এতো জল্পনা হতো না। ’ তার ভাষ্য, ‘মানুষ আমার গর্ভাবস্থাকে মৃত্যুর মতো বিষয় বানিয়ে ফেলেছে, আমি রীতিমতো বিরক্ত। এমনকি এর মাধ্যমে সবাই ধরে নিচ্ছে বিয়ে অথবা পরিবার আমার কাছে ক্যারিয়ারের চেয়ে বড় নয়!’

সব ঠিক থাকলে ডিসেম্বরে মা হবেন কারিনা। এ কারণে হাতে থাকা ‘বীরে ডি ওয়েডিং’ ছবির কাজ আগেভাগে শেষ করে ফেলতে চান তিনি। এরপর অক্টোবরে কিছু ম্যাগাজিন প্রচ্ছদের জন্য আলোকচিত্রীদের সামনে দাঁড়াবেন তিনি। এরপরই মাতৃত্বকালী বিরতি নেবেন ‘কি অ্যান্ড কা’ তারকা।

জানা গেছে, ১৮টি পণ্যের প্রচারণার সঙ্গে যুক্ত আছেন কারিনা। সন্তান জন্মদানের আগে সবকটির বিজ্ঞাপনের কাজ শেষ করতে চান তিনি। এ প্রসঙ্গে তার কথা, ‘আমার চাওয়া,কী উপস্থাপন করতে যাচ্ছি ও আমার প্রতিভার মূল্য দিচ্ছেন তারা, এজন্য ভালো লাগছে। ’

অন্তঃসত্ত্বার খবর বের হওয়ার পর প্রথম বিজ্ঞাপনের শুটিং করতে যাচ্ছেন কারিনা। আগামী ১৯ ও ২০ জুলাই এর চিত্রায়ন হবে। এতে তার কেশসজ্জা করবেন নির্মাতা ফারহান আখতারের প্রাক্তন স্ত্রী অধুনা আখতার।

এদিকে পতৌদির জমিদারি এলাকায় ঈদ উদযাপন শেষে রোববার (১৭ জুলাই) মুম্বাই ফিরেছেন কারিনা। বিমানবন্দরে সাইফের সঙ্গে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।