ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দশ যুবকের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রীদের নাচ

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
দশ যুবকের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রীদের নাচ নাদিয়া আফরিন মিমের সঙ্গে মুঈদ, ছবি: সুমন হোসেন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো’র সেরা ১০ প্রতিযোগী নাচলেন জনপ্রিয় ১১ জন অভিনেত্রীর সঙ্গে। তারা হলেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী সামিয়া সাঈদ ও নাদিয়া আফরিন মিম, মারিয়া নূর, সাফা কবির, নাবিলা, ‘সেরা নাচিয়ে’ থেকে উঠে আসা মিম চৌধুরী, পারসা ইভানা, সিনথিয়া, সুমি, সুপ্রিয়া ও শোভা।

 

সোমবার (১৮ জুলাই) সকাল থেকে ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনের পাঁচ নম্বর স্টুডিওতে পর্বটির ধারণকাজ চলছে। নৃত্য পরিচালনা করেছেন তানজিল। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন তানিয়া আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ। এ পর্বে অতিথি বিচারক ছিলেন তারিন ও ইমন।  

জানা গেছে, নাবিলার সঙ্গে পূষণ (সোহাগ চাঁদ), মিম চৌধুরীর সঙ্গে বাঁধন (আল্লা জানে), ইভানার সঙ্গে হৃদয় (ও প্রিয়), সাফার সঙ্গে সজীব (ছুঁয়ে দিলে মন), নাদিয়ার সঙ্গে মুঈদ (তোকে ছাড়া), সামিয়ার সঙ্গে রায়হান (হালকা হালকা), সুপ্রিয়ার সঙ্গে জীবন (আমি নিঃস্ব হয়ে যাবো), সুমির সঙ্গে বাপ্পা (মনেরই ভাঁজে), মারিয়া নূরের সঙ্গে তন্ময় (ঢাকাই শাড়ি) এবং শোভা ও সিনথিয়ার সঙ্গে নীল (তোর নাম)।  

প্রযোজক ইসমত আরা ইতি বাংলানিউজকে জানান, এরই মধ্যে সাতটি পর্বের ধারণকাজ হয়েছে। এটি অষ্টম পর্ব। গ্র্যান্ড ফিনালেসহ মোট ১৪টি পর্ব প্রচার হবে। আগামী ২৯ জুলাই থেকে সপ্তাহের শুক্র ও মঙ্গলবার চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি। এ আয়োজন উপস্থাপনা করছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’খ্যাত অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া।  

অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক সাজু মুনতাসীর এখন থাইল্যান্ডে। সেখান থেকে রোববার (১৭ জুলাই) বাংলানিউজকে জানালেন, তিনটি পর্বের ধারণ কাজ হবে ওই দেশে। এজন্য আগামী মাসে সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে পরিচালক রায়হান খান যাবেন সেখানে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।