ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ইলিয়েনাকে বাঁচালেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
ইলিয়েনাকে বাঁচালেন অক্ষয় কুমার

পর্দায় নায়কদেরকে ত্রাতা বা রক্ষাকর্তার ভূমিকায় দেখা যাওয়াটা সাধারণ ব্যাপার। কিন্তু পর্দার বাইরে? বাস্তবে তারাও রক্ত-মাংসের মানুষ।

ক্যামেরার বাইরে কেরামতি দেখানো চাট্টিখানি নয়।  

বলিউড অভিনেতা অক্ষয় কুমার পর্দার মতো বাস্তবেও ত্রাতা হয়ে এলেন। লন্ডনে ‘রুস্তম’ ছবির দৃশ্যায়নের সময় অভিনেত্রী ইলিয়েনা ডি'ক্রুজকে রক্ষা করেছেন তিনি।  

তখন ঘোড়ায় চড়ার দৃশ্যে অভিনয় করছিলেন ইলিয়েনা। হঠাৎ তার ঘোড়া চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এমন পরিস্থিতিতে আক্ষরিক অর্থে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন অক্ষয়।  

ইলিয়েনার ভাগ্য সুপ্রসন্ন যে, পাশেই আরেকটি ঘোড়ায় ছিলেন ‘খিলাড়ি’ তারকা। দ্রুত তিনি নেমে লাগাম ধরে কয়েক মিনিটের মধ্যে ঘোড়াটিকে শান্ত করে দেন। সেই সঙ্গে হাঁফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। তবে পরিচালক নীরাজ পান্ডের অনুরোধে আবার ঘোড়ায় চড়ে দৃশ্যটির কাজ শেষ করেন তিনি।  

‘রুস্তম’ মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। এতে আরও অভিনয় করেছেন এশা গুপ্তা, অর্জন বাজওয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬ 
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।