ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে জেনিফার লোপেজের চাওয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জন্মদিনে জেনিফার লোপেজের চাওয়া জেনিফার লোপেজ

গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ আগামী ২৪ জুলাই ৪৭তম জন্মদিনের কেক কাটবেন। তার চাওয়া পৃথিবীর আকাশে সব সমস্যার মেঘ কেটে শান্তির রোদ্দুর বজায় থাকুক।

জঙ্গী সংগঠন আইএসআইএস-এর মদদে ফ্রান্সের নিসে ট্রাক হামলায় ১০ শিশুসহ ৮৪ জনের মৃত্যু এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলায় নিহতদের নাইট ক্লাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় সবার মনে অশান্তি বিরাজ করছে বলে মন্তব্য লোপেজের।

সম্প্রতি জনপ্রিয় হওয়া ‘অ্যাইন্ট ইউর মামা’ গানের তারকা লোপেজ বলেন, ‘নিজের জন্য নয়, বৃহত্তর স্বার্থে আমি চাই, আমাদের সব সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। আমাদের আছে ভালোবাসা ও ঐক্য। ’ 

আমেরিকায় জন্ম নেওয়া ৪৬ বছর বয়সী লোপেজ সম্প্রতি হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন। ‘লাভ মেক দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রডওয়ে তারকা লিন-ম্যানুয়েল মিরান্ডা।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬ 
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।