ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে সাদামাটা কবরী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জন্মদিনে সাদামাটা কবরী  সারাহ বেগম কবরী

অভিনেত্রী সারাহ বেগম কবরীর সঙ্গে যাদের নিয়মিত যোগাযোগ, আলাপ-আলোচনা হয়, তারা ভালো করেই জানেন, শৈশব-কৈশোরের দিনগুলোর কথা তিনি ঘুরেফিরে বলেন। এ ব্যাপারে তার ব্যাখ্যা হলো- পরিবারের সঙ্গে থাকা অবস্থায় ছেলেবেলাতেই মানুষের মধ্যে মনন গড়ে ওঠে।

 

কবরী মনে করেন, তার বেড়ে ওঠার সময়ে পৃথিবী এতো অস্থির ছিলো না। সুন্দর পারিবারিক বা সামাজিক পরিবেশ ছিলো তখন। রূপালি পর্দার ‘মিষ্টি মেয়ে’র আক্ষেপ, এখন শিশুদের জন্য খেলার মাঠ বলতে কিছু নেই। তাদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে তাদের যথাযথ মানসিক বিকাশ হচ্ছে না।  

মঙ্গলবার (১৯ জুলাই) কবরীর ৬৭তম জন্মদিন। বাংলানিউজের পক্ষে এদিন সকালে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কবরীর মোবাইল নম্বরে ফোন করা হয়। তবে ও-প্রান্ত থেকে সাড়া দেন তার ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম। তিনি জানান, কিংবদন্তি এই অভিনেত্রী বিশ্রাম নিচ্ছেন। কয়েকদিন হলো সর্দি-জ্বরে ভুগছেন তিনি।  

জানা গেছে, এবারের জন্মদিন উপলক্ষে কবরীর নিজের বিশেষ কোনো পরিকল্পনা বা আয়োজন নেই। ঢাকার গুলশানের বাসায় সাদামাটা দিন কাটাচ্ছেন ‘সুতরাং’ তারকা কবরী।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।