ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘দাবাং থ্রি’তে পরিণীতি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
‘দাবাং থ্রি’তে পরিণীতি? পরিণীতি চোপড়া

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে অভিনেত্রী সোনাক্ষী সিনহার কিছু বিষয়ে ঝগড়ার কথা কে না জানে! এর সূত্র ধরে ‘দাবাং’ সিরিজের প্রথম দুই ছবির নায়িকা সোনাক্ষীকে নেওয়া হচ্ছে না তৃতীয় কিস্তিতে।  

শোনা যাচ্ছে, এবার রাজ্জোর ভূমিকায় সোনাক্ষীর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পরিণীতি চোপড়া।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ছবিটিতে পরিণীতির যোগ দেওয়ার তুমুল জল্পনা চলছে।

‘দাবাং’ (২০১০) ও ‘দাবাং টু’ (২০১২) ছবি দুটি অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এগুলোতে চুলবুল পান্ডরূপী সালমানের প্রেমিকা ও স্ত্রীর ভূমিকায় দেখা গেছে সোনাক্ষীকে। কিন্তু প্রযোজক-পরিচালক আরবাজ খান এবার অন্য কাউকে নিতে চান।

বলিউডের এক নম্বর অভিনেতা সালমানের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন পরিণীতিও। তিনি একবার বলেছিলেন, সালমানের সঙ্গে কাজ করাটা হবে তার জন্য সম্মানের।

উল্লেখযোগ্য ব্যাপার হলো, ‘সুলতান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত আরফা চরিত্রে পরিণীতিকেই চেয়েছিলেন সালমান। কিন্তু ২৭ বছর বয়সী এই অভিনেত্রীই কাজটা করেননি।

এখন ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত পরিণীতি। এতে তার সহশিল্পী আয়ুষ্মান খুরানা। কয়েকদিন আগে ইউটিউবে এসেছে ‘ঢিশুম’ ছবির আইটেম গান। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে নেচেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।