ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বানসালির সঙ্গে রণবীরের পাঁচ ঘণ্টার আলোচনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
বানসালির সঙ্গে রণবীরের পাঁচ ঘণ্টার আলোচনা রণবীর সিং ও সঞ্জয়লীলা বানসালি

বলিউডে সুপারহিট পরিচালক-অভিনেতা জুটির অভাব নেই। এর মধ্যে সেরা কয়েকটি উদাহরণ হলো- প্রকাশ মেহরা/যশ চোপড়া-অমিতাভ বচ্চন, শক্তি সামন্ত-রাজেশ খান্না, যশ চোপড়া-শাহরুখ খান, রোহিত শেঠি-অজয় দেবগণ।

এ দলের নতুন যুক্ত হলো ব্লকবাস্টার জুটি সঞ্জয়লীলা বানসালি ও রণবীর সিং। তাদের পেশাদারী সৌহার্দ্যের সবশেষ খবর হলো, সম্প্রতি বানসালির সঙ্গে আলোচনায় বসেছিলেন রণবীর। দু'জনের এই বাতচিৎ শেষ হতে লেগেছে পাঁচ ঘণ্টা!

‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’র পর ‘পদ্মাবতী’ নামের একটি ছবিতে তৃতীয়বারের মতো বানসালির পরিচালনায় কাজ করতে যাচ্ছেন রণবীর। এ ছবিই ঘুরেফিরে এসেছে তাদের আলোচনায়।

প্রত্যক্ষদর্শী একজন জানান, আলোচনা শেষে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছিলেন না রণবীর! তখন তাকে বেশ খুশি দেখাচ্ছিলো। ‘পদ্মাবতী’তে আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে ৩০ বছর বয়সী এই তারকাকে। চরিত্রটির ব্যাপ্তি নিয়েই মূলত পরিচালকের সঙ্গে কথা বলেছেন তিনি। এট যে ফলপ্রসূ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

সব ঠিক থাকলে ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’র পর দীপিকাও তৃতীয়বারের মতো অভিনয় করবেন বানসালির পরিচালনায়।
এই ত্রয়ী আরেকটি ব্লকবাস্টার যে উপহার দেবেন তা এখনই বলে দেওয়া যায়!

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।