ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিপিএলের উপস্থাপক ইভান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
বিপিএলের উপস্থাপক ইভান  ইভান

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হলো বলে! এবার এই আয়োজন হচ্ছে বড় পরিসরে। ১৮ জুলাই হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেলো আসরের জমকালো লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

দেশের চারটি ভেন্যুতে এবার খেলা হবে।  

বুধবার (২০ জুলাই) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট। এটি উপস্থাপনা করবেন ইভান। তার সহ-উপস্থাপক থাকবেন মুন।  

উদীয়মান উপস্থাপক ইভান মঙ্গলবার (১৯ জুলাই) বাংলানিউজকে বললেন, ‘বিপিএল উপস্থাপনা করার সুযোগ পাওয়া আমার জন্য বড় ব্যাপার। ’ 

উদ্বোধনী কনসার্টে গাইবেন সংগীতশিল্পী মমতাজ ও আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি। এ ছাড়া থাকবেন নতুন প্রজন্মের কয়েকজন কণ্ঠশিল্পী। পাশাপাশি থাকছে আরও কিছু আনন্দ আয়োজন।  

ইভান এর আগে বীচ কার্নিভাল, নারী দিবসসহ বেশকিছু লাইভ কনসার্ট উপস্থাপনা করেন। এ ছাড়া সুনাম কুড়িয়েছেন বিভিন্ন টিভি আয়োজনের সঞ্চালনায়।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।