ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আইনজীবী অক্ষয়ের দেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আইনজীবী অক্ষয়ের দেখা অক্ষয় কুমার

আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া মজার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ‘জলি এলএলবি’ তুমুল ব্যবসা করেছিলো ২০১৩ সালে। এবার এর দ্বিতীয় কিস্তি তৈরি হচ্ছে।

‘জলি এলএলবি টু’ নামের ছবিটিতে অভিনয় করছেন অভিনেতা অক্ষয় কুমার। এতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে।  

টুইটারে নিজের চরিত্রের প্রথম স্থিরচিত্র প্রকাশ করেছেন অক্ষয়। এতে দেখা যাচ্ছে, আইনজীবীদের কালো পোশাক পরে আছেন ‘খিলাড়ি’ তারকা। কপালে তিলক। ক্যাপশনে ৪৮ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘নতুন দিন ও নতুন ছবির জন্য আমার নতুন রূপ। শুরু হয়ে গেছে জলি এলএলবি টু। ’ 

আগের ছবিতে অভিনয় করেন আরশাদ ওয়ারসি। এতে জগদিশ ত্যাগী চরিত্রে দেখা গেছে তাকে। নিরে আদর্শ বিচারকের মতো সফল হতে চায় সে। এ চরিত্রে অভিনয় করেন বোমান ইরানি। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক সুভাষ কাপুর।    

এদিকে অক্ষয়ের নতুন ছবি ‘রুস্তম’ মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। নীরাজ পান্ডের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ইলিয়েনা ডি'ক্রুজ, এশা গুপ্তা, অর্জন বাজওয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।