ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ডিজে ববি দেওল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
ডিজে ববি দেওল ববি দেওল

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র ববি দেওল ১৯৯৫ সালে ‘বারসাত’ (টুইংকেল খান্না) ছবির মাধ্যমে দারুণভাবে শুরু করেছিলেন রূপালি পর্দায়। এরপর ‘গুপ্ত’ (কাজল), ‘সোলজার’ (প্রীতি জিনতা), ‘আজনবি’ (কারিনা কাপুর) ছবিগুলোতে তার অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শককে।

কিন্তু ৪৯ বছর বয়সী এই তারকার ক্যারিয়ার কীভাবে যে পড়ে গেলো!

ববি দেওল ইদানীং কী করছেন? কৌতূহলী দর্শকরা জেনে তার নতুন ভালো লাগার কথা জেনে অবাকই হবেন। তনি এখন হয়ে উঠেছেন ডিজে। ভুল পড়ছেন না! আগামী ২৯ জুলাই ভারতের দিল্লিতে আয়োজিত এক কনসার্টে ডিস্ক জকি হিসেবে দেখা যাবে তাকে।

সংগীতানুষ্ঠানটির পোস্টারে ববি দেওলের ছবি যুক্ত করা হয়েছে। এজন্যই এটি এখন স্থানীয়দের মুখে মুখে। পোস্টারে লেখা- ‘দিল্লিতে প্রথমবার। ববি দেওল সরাসরি সুরের মূর্ছনা ছড়াবেন। ’

এদিকে তিন বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করছেন ববি দেওল। অভিনেতা শ্রেয়াস তালপাড়ে পরিচালিত প্রথম ছবিতে দেখা যাবে তাকে। এটি মূলত মারাঠি ছবি ‘পোস্টার বয়েজ’-এর (২০১৪) রিমেক। অনেকদিন পর কাজ করবেন ভেবে নার্ভাস ববি বলেছেন, ‘অনেকটা সময় বিরতি নিয়ে কাজে ফিরলে স্নায়ুচাপে ভুগতে হয়। মনে হয় ক্লাসে প্রথম দিন এসেছি! এই নার্ভাস অনুভূতি অবশ্য ভালোই লাগে। তা না হলে সেরাটা দেওয়ার তাগিদ পাওয়া যায় না ভেতর থেকে। ’

অবশ্য সানি দেওলের একটি ছবিতে কাজ করার প্রস্তুতি হিসেবে অনেকদিন ধরে মুখে দাড়ি রেখেছিলেন ববি। কিন্তু এখন সেগুলো উধাও! ববি জানান, চিত্রনাট্য ভালো না হওয়ায় ছবিটি নিয়ে আপাতত ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।