ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনের উপহার দেখালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জন্মদিনের উপহার দেখালেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র পরবর্তী মৌসুমের দৃশ্যধারণ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই কাটছে তার ব্যস্ত সময়।

গত সোমবার (১৮ জুলাই) ছিলো বলিউডের এই অভিনেত্রীর ৩৪তম জন্মদিন। এদিনও শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ১৬ ঘণ্টা দৃশ্যধারণ শেষে জন্মদিনের পার্টি করেছেন তিনি।

এতো ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা তার ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তার চারপাশে দেখা যাচ্ছে জন্মদিনের উপহার। এর মধ্যে আছে রঙিন বেলুন আর ভারতের জাতীয় পতাকা।

জন্মদিনের অনুভূতি জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘মনে হচ্ছে ক্রিসমাসের সকাল। কিন্তু এটি আমার জন্মদিনের রাত। সবাইকে জন্মদিনের উপহার, বার্তা এবং শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। নিজেকে ভালোবাসায় সিক্ত মনে হচ্ছে। ১৬ ঘণ্টা সেটে কাটানোর পরও আমি খুব গর্বিত এবং যারা আমাকে ভালোবাসে এবং সহযোগিতা করে তাদের কাছে আমি কৃতজ্ঞ। ’

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।