ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নিরব-মম জুটির সরব মহরত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
নিরব-মম জুটির সরব মহরত মম ও নিরব

ছোট পর্দার জন্য একটি নাটক করলেও রূপালি পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী জাকিয়া বারী মম। কয়েকদিন আগে ফটোশুটের মাধ্যমে এ খবর জানান দেন তারা।

এবার আনুষ্ঠানিকভাবে একত্র হলেন দু’জনে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার‌ল্যাব মিলনায়তনে রফিক শিকদারের পরিচালনায় ‘আমি শুধু তোর হবো’ নামের ছবিটির মহরত হয়।

এখানে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরজে নিরব।

মহরতে জানানো হয়, ছবিটির দৃশ্যধারণ শুরু হবে আগামী ১ আগস্ট। কাজ হবে পাবনার বিভিন্ন স্থানে। চলবে ২২ আগস্ট পর্যন্ত। গল্পে অমিত চরিত্রে অভিনয় করবেন নিরব। শিক্ষকের মেয়ে নীলিমা চরিত্রে দেখা যাবে মমকে। ছবিটিতে নিরবের বিপরীতে আরও দুই নবীন অভিনেত্রীকে দেখা যাবে। এর মধ্যে আইনজীবী চরিত্রে অভিনয় করতে কলকাতা থেকে এসেছেন জেস চক্রবর্তী। এ ছাড়া একটি চরিত্রে থাকছেন ফারিয়া।

মহরতে নিরব, মম, জেস, ফারিয়া ছাড়াও ছবিটির পক্ষ থেকে ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মসের কর্ণধার আবদুল মজিদ মিল্টন, অভিনয়শিল্পী ডন, গানের সংগীতশিল্পী আরফিন রুমি, বেলাল খান, আহমেদ হুমায়ূন, তানভীর তারেক প্রমুখ।

পরিচালক রফিক শিকদার তার ‘নীলিমা একদিন আমার হবে’ গল্প অবলম্বনে ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন। এটি তার দ্বিতীয় ছবি। তিনি এর আগে নির্মাণ করেন ‘ভোলা তো যায় না তারে’।

‘আমি শুধু তোর হবো’ ছবিতে আরও অভিনয় করবেন সুচরিতা, সুব্রত, শিমুল খান, সোহেল সিরাজ, বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।