ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মার্কিন মুলুকে পার্থ, বাপ্পা ও এলিটা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
মার্কিন মুলুকে পার্থ, বাপ্পা ও এলিটা

একসঙ্গে আমেরিকায় যাচ্ছেন দেশের জনপ্রিয় তিন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও এলিটা করি। গান গাইতে যন্ত্রশিল্পীদের নিয়ে আগামী ২৩ জুলাই ভোরে আমারিকার উদ্দেশে রওনা হচ্ছেন তারা।

আমেরিকায় প্রবাসীদের কাছে জনপ্রিয় অনলাইন শপ উৎসব ডটকম-এর আয়োজনে প্রবাসী বাঙালিদের গান শোনাতে যাচ্ছেন তিন শিল্পী। আমেরিকার পাঁচটি অঙ্গরাষ্ট্রে পাঁচটি মঞ্চে সংগীত পরিবেশন করবেন তারা।  

জানা গেছে, ২৪ জুলাই লস অ্যাঞ্জেলস, ৩০ জুলাই ফ্লোরিডা, ৩১ জুলাই আটলান্টা, ৫ আগস্ট হিউস্টন এবং ৭ আগস্ট অস্টিনের প্রবাসী বাঙালিদের সামনে সংগীত পরিবেশন করবেন পার্থ, বাপ্পা ও এলিটা এবং তাদের যন্ত্রীদল। এনটিভি আমেরিকা পুরো অনুষ্ঠানটি ধারণ করে ইউটিউবে ছাড়বে।  

এই আয়োজন প্রসঙ্গে পার্থ, বাপ্পা ও এলিটা বলেন, ‘প্রবাসীদের সামনে গান গাওয়া ও বাজানো বরাবরই আনন্দের ব্যাপার। দেশের বাইরে থাকলেও তারা যে দেশের নতুন-পুরনো সব বাংলা গানের খবর রাখেন, নিয়মিত বাংলা গান শোনেন, এটা আমাদের অবাক করে। ’

উৎসব ডটকম শিগগিরই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে। এরই প্রচারণা হিসেবে তিন সংগীতশিল্পীকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছে। দেশে তাদেরকে নিয়েই নিয়মিত অনুষ্ঠান আয়োজন করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬ 
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।