ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

চলে গেলেন ‘প্রিটি ওম্যান’ পরিচালক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
চলে গেলেন ‘প্রিটি ওম্যান’ পরিচালক গ্যারি মার্শাল

চলে গেলেন বর্ষীয়ান পরিচালক ও টেলিভিশন ব্যক্তিত্ব গ্যারি মার্শাল। তার বয়স হয়েছিলো ৮১ বছর।

মঙ্গলবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্ক হাসপাতালে নিউমোনিয়া ও পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

গ্যারির প্রতিনিধির পাশাপাশি খবরটি নিশ্চিত করেছেন তার বোন অভিনেত্রী-পরিচালক পেনি মার্শাল। এই খবরে হলিউডের চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সত্তর দশকে ‘হ্যাপি ডেজ’ ও ‘দ্য অড কাপল’-এর মতো ধ্রুপদী সিটকম তৈরি করেছিলেন গ্যারি। ১৯৮২ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম ছবি ‘ইয়াং ডক্টরস ইন লাভ’। তবে প্রথম ব্লকবাস্টার হয় ১৯৯০ সালের ছবি ‘প্রিটি ওম্যান’। এতে অভিনয়ের মাধ্যমে হলিউডে তারকাখ্যাতি পান জুলিয়া রবার্টস। তার বিপরীতে ছিলেন রিচার্ড গিয়ার। এই ত্রয়ীর আরেক ছবি ‘রানওয়ে ব্রাইড’ ১৯৯৯ সালে মুক্তির পর বক্স অফিসে সাফল্য পায়।

এ ছাড়া গ্যারি মার্শাল পরিচালিত ‘দ্য প্রিন্সেস ডায়েরিস’ জনপ্রিয় করেছে অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। এর সিক্যুয়েলও ছিলো ব্যবসাসফল। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য প্রিন্সেস ডায়েরিস: সিক্রেট এনগেজমেন্ট’-এ যথারীতি অভিনয় করেন অ্যান হ্যাথাওয়ে ও জুলি অ্যান্ড্রুস।

পরিচালনায় আসার আগে ষাটের দশকে অভিনয় করে বিনোদন অঙ্গনে পথচলা শুরু হয় গ্যারির। জেমস বন্ড সিরিজের ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪) ছবিতে দস্যু চরিত্রে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।