ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদ স্মরণে এস আই টুটুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
হুমায়ূন আহমেদ স্মরণে এস আই টুটুল

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা গান মানেই মাটি ও মানুষের অনুভূতির সরল বহিঃপ্রকাশ। তার লেখা প্রায় সব গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা।

হুমায়ুন আহমেদের বানী কণ্ঠে তুলেছেন প্রজন্মের নামী শিল্পীরা। তাদের মধ্যে অন্যতম এস আই টুটুল। জনপ্রিয় এই শিল্পী একটি অনুষ্ঠানে শোনাবেন প্রিয় লেখকের লেখা সব গান।  

১৯ জুলাই ছিলো হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। তার স্মরণে আরটিভির লাইভ স্টুডিও কনর্সাট মিউজিক স্টেশনে এবার রাখা হয়েছে ভিন্নরকম আয়োজন । এই পর্বে হুমায়ুন আহমেদের লেখা জনপ্রিয় সব গান গাইবেন শিল্পী এস আই টুটুল ।

গানের ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন শিল্পী।  টুটুল কথা বলবেন হুমায়ূন আহমেদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি নিয়ে।  শাহ আমীর খসরুর প্রযোজনায় আরটিভি মিউজিক স্টেশন  ২১ জুলাই  রাত ১১ টা ২০ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসও  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।