ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার স্বামীর চরিত্রে শহিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
দীপিকার স্বামীর চরিত্রে শহিদ

গুঞ্জন সত্যি হলে সঞ্জয়লীলা বানসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্বামীর চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত‍া শহিদ কাপুর।  

প্রথমে পদ্মাবতীর স্বামী হিসেবে নির্বাচন করা হয়েছিলো ‘মাসান’ তারকা ভিকি কৌশলকে।

কিন্তু আপত্তি জানিয়ে দীপিকা গো ধরেছেন, কোনো টিভি তারকার নায়িকা হতে চান না তিনি। তাছাড়া বড় একজন তারকাকে নেওয়ার জন্য বলেন ৩০ বছর বয়সী এই তারকা। এরপরই ‘উড়তা পাঞ্জাব’ তারকা শহিদের নাম ছড়িয়ে পড়ে এ ছবির জন্য।   

এরই মধ্যে শহিদের সঙ্গে কথা বলেছেন বানসালি। যদিও ‘পদ্মাবতী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ভিকি। তবে বাঁধ সাধেন দীপিকা। ছবিটিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। তবে  ‘বাজিরাও মাস্তানি’ জুটির এক ফ্রেমে দেখা যাবে না তাকে। স্বামীর সঙ্গে অন্তরঙ্গ ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন তিনি। এজন্যই বড় তারকাকে চেয়েছেন দীপিকা।  

চার বছর আগে থেকে একে অপরের বেশ ঘনিষ্ঠ ছিলেন শহিদ-দীপিকা। তখন পালি হিলে দীপিকার বাড়ির বাইরে শহিদের গাড়ি পার্কিং করতে দেখা গেছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর দীপিকার কাছাকাছি ছিলেন শহিদ।

এদিকে ‘পদ্মাবতী’ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে। সুলতান আলাউদ্দিন খিলজিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে গল্প। যার লক্ষ্য থাকে দিল্লির এই শাসক মেওয়ার সুন্দরী ও বুদ্ধিমতী রানী পদ্মাবতীর রূপে পাগল ছিলেন। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বিএসকে/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।