ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নাচে গানে ফেরদৌস ওয়াহিদ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
নাচে গানে ফেরদৌস ওয়াহিদ (ভিডিও) ফেরদৌস ওয়াহিদ

জনপ্রিয় পপসংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ তারুণ্যনির্ভর গান করেন। দীর্ঘদিন ধরে তার সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন শ্রোতাদের।

এখনও দারুণ তারুণ্য নিয়ে গান করেন মঞ্চে। সেই ধারাবাহিকতায় শিল্পী প্রকাশ করেছেন একটি মিউজিক ভিডিও।

ফেরদৌস ওয়াহিদের মুক্তি প্রতীক্ষিত ২৩ নম্বর একক অ্যালবাম 'রোদের বুকে'র একটি গান ‘মানুষ যাকে বলে’। শিল্পীর লেখা ও সুরের এই গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে ১৫ জুলাই।  

বাংলানিউজের সঙ্গে আলাপে ফেরদৌস ওয়াহিদ জানান, ২০১৩ সালে সবশেষ একক অ্যালবাম ‘মাধুরী’ বের করেন তিনি। সে হিসাবে তিন বছর বিরতির পর আসছে তার নতুন অ্যালবাম। অ্যালবাম প্রকাশের আগেই এলো গানের ভিডিও।

‘রোদের বুকে’ অ্যালবামের অন্য গানগুলো লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন ও ড. রাতিন। ‘রোদের বুকে’ প্রকাশ করবে নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এফএ মিউজিক।

২৩ নম্বর অ্যালবামটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমার পছন্দের কিছু গান থাকছে এখানে। পুরনো গায়কী ধরে রাখার চেষ্টা করেছি। ’ তিনি আরও জানান,  এবার ‘আমায় ফিরিয়ে দিয়েছো’ নামে গানের ভিডিওচিত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন  তিনি।

* ‘মানুষ যাকে বলে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।