ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

লেডি গাগা-টেলর কিনের বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
লেডি গাগা-টেলর কিনের বিচ্ছেদ!

একসঙ্গে পাঁচ বছর। এবার সম্পর্কের ইতি টানলেন মার্কিন গায়িকা লেডি গাগা ও মার্কিন অভিনেতা টেলর কিনে।

এ বিষয়ে গাগা তার ইনস্টাগ্রামেও লিখেছেন। তার ভাষ্য, ‘টেলর ও আমি সবমসয় বিশ্বাস করি যে, আমরা একে অপরের প্রিয় বন্ধু। এ ছাড়া অন্য জুটিদের মতো আমাদের সম্পর্কের পারদও ওঠা-নামা করে। আমরা কিছুদিনের বিরতি নিয়েছি। ’

৩০ বছর বয়সী গায়িকা গাগা আরও বলেন, ‘আমরা দু’জনে উচ্চাভিলাষী শিল্পী। এ কারণে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের কাজের মধ্যে। অন্য সবার মতো আমরাও একে অপরকে খুব ভালোবাসি। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।