ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বরের সঙ্গে সিলেটে মাহির মধুচন্দ্রিমা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
বরের সঙ্গে সিলেটে মাহির মধুচন্দ্রিমা অপু ও মাহি, ছবি-নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্বশুরবাড়ি সিলেটে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (২১ জুলাই) স্বামী অপুর সঙ্গে সেখানে যান তিনি।

মজার বিষয় হলো, সিলেটেই মধুচন্দ্রিমা উদযাপন করবেন বর-কনে।
 
বুধবার রাতে ঢাকার ক্যান্টনমেন্টে সেনামালঞ্চ মিলনায়তনে মাহি ও অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এখানে অপু বলেন, ‘সিলেটেই আমরা হানিমুন করে ফেলবো। এমন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গা আছে আমাদের দেশে। এখানে আমাদের বাড়ি। এটাই তো হানিমুনের জন্য যুতসই। ’
 
শ্বশুরবাড়িতে যাওয়ার আগে অনুভূতি জানতে চাইলে মাহি বলেন, ‘কোনো অনুভূতি কাজ করছে না। আমার মনে হচ্ছে কতো তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ হবে! এতো মানুষ দেখছি, কিন্তু কথা বলতে পারছি না বউ হওয়ার কারণে। আমি বেশিক্ষণ চুপচাপ বসে থাকতে পারি না। ’


 যোগ করে মাহি আরও বলেন, ‘টেনশনে আছি বাসায় গিয়ে মেকআপটা কীভাবে তুলবো! শ্বশুবাড়িতে গিয়ে কী কী করবো, কীভাবে থাকবো, কোনদিকে তাকাবো, ওখানকার লোকজন আমাকে কীভাবে নেবেন, এসব নিয়ে স্নায়ুচাপে আছি বলতে পারেন। ’
 
বিয়ের কারণে দুই মাস শুটিং থেকে বিরতি নিয়েছেন বলে জানালেন মাহি। ফিরে এসে তিনি ‘হারজিৎ’, ‘ঢাকা অ্যাটাক’সহ কয়েকটি ছবির কাজে আবার ব্যস্ত হয়ে পড়বেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জেএইচ/এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।