ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নতুন জামাই রিয়াজ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
নতুন জামাই রিয়াজ! রিয়াজ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়ক রিয়াজকে চরিত্রের প্রয়োজনে অনেকবারই বর সাজতে হয়েছে। এবার কোনো চলচ্চিত্র বা নাটকে নয়।

একটি বিজ্ঞাপনচিত্রে তাকে পাওয়া যাবে নতুন জামাই হিসেবে।

আরএফএল গ্রুপের ব্রাইট অ্যালুমিনিয়াম কুকওয়্যারের শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এর প্রেক্ষিতেই বিজ্ঞাপনচিত্রটিতে মডেল হয়েছেন রিয়াজ। মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে এর দৃশ্যধারণ করেছেন নির্মাতা মাসুদ জাকারিয়া সাবিন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রিয়াজ বাংলানিউজকে বললেন, ‘বিজ্ঞাপনটি মূলত একটি পারিবারিক গল্পনির্ভর। এই পরিবারের জামাই থাকি আমি। আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অথই। এছাড়া শ্বশুর-শ্বাশুড়িসহ অন্য আত্মীয়-স্বজনের ‍উপস্থিতিও থাকছে। ’

গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ টোকিও কোম্পানির শপিংমলের একটি বিজ্ঞাপনে মডেল হন রিয়াজ। রিয়াজ চলচ্চিত্রে অনিয়মিত হলেও নিয়মিত কাজ করছেন ছোটপর্দায়। ঈদুল ফিতরে প্রচারিত তার নাটকগুলো পছন্দ করেছেন ভক্তরা।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।