ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তিন জনের ‘বোকা প্রেমের গল্প’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
তিন জনের ‘বোকা প্রেমের গল্প’ ‘বোকা প্রেমের গল্প’ টেলিছবির দৃশ্য

চা বাগানের ম্যানেজার সাব্বির হোসেনের স্ত্রী ঈশানা। ভালোই চলছিলো তাদের সংসার।

এর মধ্যে চা বাগানে কর্মরত কয়েকজন তরুণী সাব্বিরের কাছে শ্লীলতাহানির শিকার হয়। একটি মেয়েকে সে খুনও করে ফেলে। খুন করার সময় একজন ঘটনাটি দেখে ফেলে। তিনি হলেন আমিন খান। একসময় ঈশানাও স্বামীর কুকর্ম সম্পর্কে জেনে যায়। ফলে সাব্বির তাকেও প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এগিয়ে আসেন আমিন খান।

এমনটি ঘটতে দেখা যাবে টেলিছবি ‘বোকা প্রেমের গল্প’তে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি তৈরি করেছেন  মিনহাজুল ইসলাম। টেলিছবিটির কেন্দ্রীয় তিন চরিত্রে আছেন তারা।  

গল্পে আরও দেখা যাবে, এক সময় ঈশানা ও আমিন খানের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিলো। তবে আমিন খান বেকার থাকায় পারিবারিকভাবে সাব্বিরকে বিয়ে করতে বাধ্য হন ঈশানা। কিন্তু নিয়তির লেখায় তাদের আবার দেখা হয়ে যায় সিলেটে।  

‘বোকা প্রেমের গল্প’ প্রসঙ্গে আমিন খান বাংলানিউজকে বলেন, ‘এখানে আমি ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছি। টেলিছবিটির পুরো কাজ হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে। ’

পরিচালক মিনহাজুল ইসলাম জানান, ঈদুল আযহায় একটি বেসরকারি টিভিতে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।