ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

‘প্রযোজনা সংস্কৃতিতে উজ্জ্বল হোক আমাদের টেলিভিশন শিল্পমাধ্যম’ স্লোগান নিয়ে শুরু হলো ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সপ্তম তলার চার নম্বর কক্ষে শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকেই ভোট প্রার্থীসহ ভোটাররা একে একে এসে প্রথমে উপস্থিত হন জাতীয় নাট্যশালার বেজমেন্টে। এখান থেকে তারা নিজ নিজ নির্বাচনী পরিচয়পত্র গ্রহণ করেন। ভোটার আইডি কার্ড নিয়ে ভোটাররা একে একে ভোট দিতে যাচ্ছেন সাততলায় ভোট কেন্দ্রে। প্রার্থীরা নিজ নিজ প্রচারণার জন্য সবাইকে লিফলেট বিতরণ করছেন।

এদিন প্রথমেই ভোট দেন সভাপতি পদপ্রার্থী অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান। একই পদে তার প্রতিদ্বন্দ্বী গাজী রাকায়েত ও কায়েস চৌধুরী। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এ হক অলিক।  এবার আটটি পদে লড়ছেন ৫৩ জন নির্মাতা। জানা গেছে, ডিরেক্টরস গিল্ডের মোট ভোটার ৩৮৪ জন।  
 
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ জুড়ে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এজন্য শুধু মূল ফটকটি উন্মুক্ত রাখা হয়েছে। এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি পাহারা। ভোটগ্রহণ চলবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।  মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে বিরতি। বিকেল সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন ড. ইনামুল হক। তার সঙ্গে নির্বাচন কমিশনার রয়েছেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।  

* ডিরেক্টরস গিল্ডের নির্বাচন ২২ জুলাই

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।