ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নির্বাচন নিয়ে খুশি তারিক আনাম খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
নির্বাচন নিয়ে খুশি তারিক আনাম খান

নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে ভোট দিয়ে আনন্দিত নাট্যকার-অভিনেতা তারিক আনাম খান।
 
শুক্রবার(২২জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাত তলায় ভোট প্রদান শেষে তিনি বাংলানিউজকে বলেন, ‘এই নির্বাচনে তরুণ নির্মাতাদের অংশগ্রহণ বেশি।

তারা নিজ থেকে দায়িত্ব নেয়া দেখিয়েছেন। এটা একটা ইতিবাচক দিক। ’

নতুন কমিটির কাছে কী প্রত্যাশা তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আসলে শৃঙ্খলা প্রয়োজন। আমরা অসম প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে ডিরেক্টরস গিল্ড একা পরিবর্তন আনতে পারবে না। পরিবর্তনের জন্য আমাদের সকলের সাহায্য প্রয়োজন। ’ 

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘন্টা, জুলাই ২২, ২০১৬
জেএইচ /এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।