ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘শ্যাওলা’তে মাঝি ফেরদৌস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
‘শ্যাওলা’তে মাঝি ফেরদৌস  ফেরদৌস-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘অন্তর্ধান’ ছবিটিতে মাঝি চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। কাহিনিতে নদী শুকিয়ে যাওয়ায় নায়ককে পর্দায় বৈঠা হাতে হাজির হতে হয়নি।

 নতুন একটি ছবিতে একই চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে।  এবারের মাঝির চরিত্রটির ব্যাপকতা আগেরটির চেয়ে বেশি।  

চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস বাংলানিউজকে জানালেন, ‘শ্যাওলা’ নামে নতুন একটি ছবিতে মাঝির চরিত্রে রূপদান করতে যাচ্ছেন তিনি। এতে তার নায়িকা থাকছেন কলকাতার পায়েল মুখার্জি। তিনি নবাগতা।  

ছবিটিতে আরও আছেন শতাব্দী ওয়াদুদ, ডা. এজাজ, জয়শ্রী কর জয়া, নওশীন নাহরিন মৌ, মুনিরা মিঠু প্রমুখ। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন এহসান ও বাপ্পী। আগামী ২৪ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় ‘শ্যাওলা’র মহরত হবে।  

ফেরদৌস বলেন, ‘ছবিটির গল্প ও চরিত্র আমার পছন্দ হয়েছে। সমাজের কুসংস্কারের বিরুদ্ধে বার্তা থাকছে ছবিটিতে। ঈদের পর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।