ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি গাজী রাকায়েত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি গাজী রাকায়েত গাজী রাকায়েত

টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গাজী রাকায়েত (১৮৪)। তার কাছে হেরেছেন জাহিদ হাসান (১৪৩) ও কায়েস চৌধুরী (১০)।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ হক অলিক (২০৩)। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (১৩৪)। শনিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করা হয়।

শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সাততলার চার নম্বর কক্ষে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টার বিরতি ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। সংগঠনটির ৩৮৪ জন ভোটারের মধ্যে ৩৫৪ জন ভোট প্রদান করেন।

বিকেল সাড়ে পাঁচটায় ভোটগণনা শুরু করা হয়। রাতভর কৌতূহল নিয়ে অবস্থান করেছেন নির্মাতারা। অবশেষে ভোরে ফলাফল ঘোষণা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. ইনামুল হক। কমিশনার পদে দায়িত্ব পালন করেন এসএম মহসীন ও খায়রুল আলম সবুজ।

ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ফলাফল
সভাপতি: গাজী রাকায়েত
সহ-সভাপতি: কচি খন্দকার, সকাল আহমেদ, সৈয়দ শাকিল
সাধারণ সম্পাদক: এস এ হক অলিক
সহ-সাধারণ সম্পাদক: হৃদি হক, মাসুদ মহিউদ্দিন
সাংগঠনিক সম্পাদক: কামরুজ্জামান সাগর
অর্থ সম্পাদক: নঈম ইমতিয়াজ নেয়ামূল
প্রচার সম্পাদক: জুয়েল মাহমুদ

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১০ জন। তারা হলেন- আহমেদ ইউসুফ সাবের, কায়সার আহমেদ, শামীমা শাম্মী, ফিরোজ খান, ফেরারী অমিত, কৌশিক শংকর দাশ, মারুফ মিঠু, মিলন ভট্টাচার্য, সাজ্জাদ সনি ও ফজলুল হক।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জেএইচ/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।