ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঊর্মিলার পায়েলের প্রেমে সজল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
ঊর্মিলার পায়েলের প্রেমে সজল! সজল

কাউকে প্রথমবার দেখে প্রেমে পড়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারও পায়ের পায়েল দেখে! প্রেমে পড়ার এমন নজির বেশি নেই।

সজলের বেলায় তেমনটিই ঘটেছে।

লাল (সজল) নামের তরুণ লতার (উর্মিলা)পায়ের পায়েল দেখে ও তার কণ্ঠস্বর শুনে প্রেমে পড়ে যায়। কিন্তু লালের সঙ্গে লতার কখনও মুখোমুখি দেখা হয় না। নাছোরবান্দা লাল লতাকে সব সময় অনুসরণ করতে থাকে। একদিন লতার পা থেকে পায়েলটি পড়ে যায়। লাল সেটি খুঁজে পায়। সে আরও মরিয়া হয়ে ওঠে লতাকে দেখার জন্য।

এমন একটি গল্প দেখা যাবে ‘লাল পায়েল’ নামে একটি নাটকে। আহসান হাবিবের রচনায়  ও শরিফুল ইসলাম শামীমের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও উর্মিলা শ্রাবন্তী কর। এছাড়া আরও আছেন ঝুনা চৌধুরী, কুমকুম হাসান, বি এম সোহেল, খায়রুল বাসার প্রমূখ ।

গল্পে আরও দেখা যাবে- একসময় লতা বুঝতে পেরে যায় লাল তাকে অনুসরণ করছে। সে বাধ্য হয়ে বোরখার আশ্রয় নেয়। তবুও লালের বাড়াবাড়ি চলতেই থাকে। সে কখনও লতার বাড়ির সামনে, কখনো বা রাস্তা ও গেইটে লতার পিছু নেয়। একদিন লতা বিরক্ত হয়ে লালকে পুলিশে ধরিয়ে দেয়। এদিকে লালের বাবা ছেলের এমন পাগলামি মেনে নিতে না পেরে লালকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে।

‘লাল পায়েল’ নাটক প্রসঙ্গে ঊর্মিলা বলেন,  'রোজার ঈদের পর এটিই প্রথম কাজ। গল্পটি বেশ রোমান্টিক ঘরানার। কাউকে না দেখে তার প্রেমে পড়াটা অনেকটা অস্বাভাবিক ব্যাপার। সজল ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা সুন্দর। ’

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জেএমএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।