ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নায়লা নাঈমের যোগব্যায়াম (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
নায়লা নাঈমের যোগব্যায়াম (ভিডিও) নায়লা নাঈম

হঠাৎ করে নায়লা নাঈম ইয়োগা (যোগব্যায়াম) শুরু করেছেন। ইউটিউবে মিললো সেই প্রমাণ।

বিস্তারিত জানতে কথা হলো আলোচিত এই মডেলের সঙ্গে।

আপনি নিয়মিত যোগব্যায়াম করেন?  এমন প্রশ্ন করা হয়েছিলো নায়লাকে। জবাবটা এরকম- ‘ঠিক নিয়মিত ব্যায়াম করা হয় না। মাঝে মধ্যে করি। আমার শরীরটা খুব নমনীয়। যেভাবে খুশি নড়াচড়া করতে পারি। তাই হয়তো ইয়োগার টিউটোরিয়ালের জন্য আমাকে নির্বাচন করা হয়েছে। ’

এই টিউটোরিয়ালের নাম ‘সেন্সিটাইজিং ইয়োগা বাই নায়লা’। এতে নায়লার প্রশিক্ষক (ইনস্ট্রাক্টর) লিসা শবনম। নায়লার যোগব্যায়ামের প্রতিটি পর্ব ইউটিউবে প্রকাশ করা হবে। বাডি এন্টারটেনমেন্ট নিবেদিত নায়লার টিউটোরিয়ালটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। নায়লা নাঈমের যোগব্যায়ামের প্রোমো প্রকাশের পর পুরো ভিডিও দেখার আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মনে।

* 'সেন্সিটাইজিং ইয়োগা বাই নায়লা'র প্রমো: 

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬

টিএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।