ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সাইফ-কারিনার বিয়েতে আপত্তি ছিলো যার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
সাইফ-কারিনার বিয়েতে আপত্তি ছিলো যার কারিশমা কাপুর, সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

সাইফ আলী খান ও কারিনা কাপুরের প্রেম কাহিনি প্রায় সবারই জানা। এই জুটির সম্পর্কের শুরু ২০০৭ সালে।

এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সাইফ। ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

কিন্তু ছোট বোন কারিনার সঙ্গে সাইফের বিয়েতে নাকি মোটেও খুশি ছিলেন না বড় বোন কারিশমা কাপুর। এ সম্পর্কে কারিশমা ভাষ্য, ‘আমার কাছে এটি বাড়াবাড়ি মনে হয়েছিল। আমাদের পরিবার কিছুটা রক্ষণশীল কিন্তু বিষয়টি বেবোর (কারিনা ডাকনাম) হওয়ায় আমরা মেনে নিয়েছি। কারণ সে সবার আদরের। এছাড়া কোনটি সঠিক তা বেছে নেওয়ার অসাধারণ ক্ষমতা তার রয়েছে। সে তার ইমোশন দিয়ে সবকিছু বিচার করে কিন্তু সে প্রমাণ করেছে যে তার সিদ্ধান্ত সবসময়ই সঠিক এবং ইতিবাচক। ’

এদিকে আগামী ডিসেম্বরে কারিনা-সাইফের জীবনে আসছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা হচ্ছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। এ নিয়ে ভীষণ খুশি পাতৌদি পরিবারের সবাই।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।