ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বড় পর্দায় ন্যানসি ও ইমরানের দ্বৈত গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
বড় পর্দায় ন্যানসি ও ইমরানের দ্বৈত গান ন্যানসি ও ইমরান

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীতশিল্পী ন্যানসি ও ইমরান বেশকিছু দ্বৈত গান গেয়েছেন। সবই ছিলো অডিও অ্যালবামের।

এবার চলচ্চিত্রের জন্য দ্বৈত গানে কণ্ঠ দিলেন তারা। ‘বসগিরি’ ছবিতে থাকছে ‘কোনো মানে নেইতো’ শিরোনামের এই গান।  

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীতে ইমরান। পর্দায় এ গানে ঠোঁট মেলাবেন শাকিব খান ও বুবলি। এর চিত্রায়ন হবে থাইল্যান্ডে।  

গেলো ঈদে শাকিব অভিনীত ‘সম্রাট’ ছবিতে ইমরানের গাওয়া ও সুর-সংগীত করা ‘রাতভর’ জনপ্রিয়তা পেয়েছে। সেই সূত্র ধরে ইমরান বলেন, ‘এবারও চমৎকার কাজ হয়েছে। মেলোডির সঙ্গে রিদম মিক্স করে নতুন গানটি করা। ’

শামীম আহাম্মেদ রনি পরিচালিত ‘বসগিরি’ প্রযোজনা করছে খান ফিল্মস। এতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত (কলকাতা), অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ। আগামী ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।