ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সানি লিওনের বিরুদ্ধে জাতীয় সংগীত ভুল গাওয়ার অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
সানি লিওনের বিরুদ্ধে জাতীয় সংগীত ভুল গাওয়ার অভিযোগ সানি লিওন

মুম্বাই স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে প্রো ক‍াবাডি লিগ ম্যাচে ভারতের জাতীয় সংগীত গেয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এ কারণে বিপাকে পড়তে হয়েছে তাকে! ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির এই তারকার বিরুদ্ধে জাতীয় সংগীত ভুলভাবে গাওয়ার অভিযোগ উঠেছে।

দিল্লির অশোক নগর থানায় এ অভিযোগ করেন উল্লাস পিআর নামের এক ব্যক্তি। তার দাবি, কিছু শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি সানি লিওন। উল্লাস বলেন, ‘সানি লিওনের মতো জনপ্রিয় একজন যদি এমন ভুল করেন তাহলে এর প্রভাব ভক্তদের মধ্যেও পড়বে। ভারতীয় বংশোদ্ভুত ৩৫ বছর বয়সী কানাডিয়ান এই অভিনেত্রীর উচিত ছিলো জনসম্মুখে জাতীয় সংগীত গাওয়ার আগে ভালোভাবে অনুশীলন করা। ’

ধারণা করা হচ্ছে, দর্শকদের সামনে সংগীত পরিবেশনের আগে অনেকবার অনুশীলন করেছিলেন সানি লিওন। চলতি মাসের শুরুতে অনুশীলন ও রেকর্ডিংয়ের কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। এর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার সবচেয়ে বড় ভয় জোরে গান গাওয়া। মহড়া করতে করতে মাস ফুরিয়ে গেলো!’

অনুষ্ঠান শেষে উচ্ছ্বসিত সানি লিওন প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত। কখনও কল্পনা করিনি ভারতের জাতীয় সংগীত গাইবো। আমি খুব সম্মানিত। তবে খুব নার্ভাস ছিলাম। ’

একই ব্যক্তি এর আগেও বলিউডের অন্য তারকাদের বিরুদ্ধে নানান অভিযোগের আঙুল তুলেছেন। এ বছরের মার্চে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে জাতীয় সংগীত ভুল গাওয়ার অভিযোগ ওঠে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। গত বছরের আগস্টে আমির খানের বিরুদ্ধে  ‘পিকে’ ছবিতে পুলিশকে ঠুল্লা বলার অভিযোগ ছিলো। এরপর নভেম্বরে অসহিঞ্চুতা নিয়ে মন্তব্যের মাধ্যমে ভীতি ছড়ানোর অভিযোগ করা হয় আমিরের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।