ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

লুলিয়ার জন্মদিনে সালমানের পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
লুলিয়ার জন্মদিনে সালমানের পার্টি সালমান খান ও লুলিয়া ভানটুর

বন্ধুদের জন্য কী না করেন বলিউড সুপারস্টার সালমান খান। পারলে পাহাড়ও ঠেলেন! আপনাকে যদি তার ভালো লাগে, তাহলে নিশ্চিত থাকুন খুশি করার জন্য এমন কিছু নেই যা তিনি করবেন না!

এই যেমন, কথিত প্রেমিকা লুলিয়া ভানটুরের জন্মদিনটি যতোটা সম্ভব বিশেষ করে তুলতে সবরকম আয়োজন করেছেন সল্লু।

রোববার (২৪ জুলাই) ৩৬ বছরে পা রেখেছেন রোমানিয়ান এই সুন্দরী। তার জন্য জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছেন ‘সুলতান’ তারকা। অর্ডার দিয়েছেন বিশাল আকারের একটি কেক। এখানে পুরো খান পরিবার হাজির হবে।

মন থেকেই সালমান রোমান্টিক মানুষ। এজন্যই হয়তো এরকম মনকাড়া কাজ অনায়াসে করে ফেলেন তিনি। তবে প্রেমপ্রীতি নিয়ে জনসম্মুখে মুখ খোলেন না ৫০ বছর বয়সী এই অভিনেতা। লুলিয়াকেই তিনি বিয়ে করতে যাচ্ছেন বলে মুখরোচক খবর বের হলেও মুখে কুলুপ এঁটে রেখেছেন ‘বজরঙ্গি ভাইজান’। তবে তার বিয়ের জন্য সবাই মুখিয়ে আছেন। সবার একটাই প্রশ্ন, কবে যে তিনি বিয়ে করবেন!

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।