ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

একা থাকার বিপাকে জ্যাকলিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
একা থাকার বিপাকে জ্যাকলিন!

মাস দেড়েক আগের কথা। জুনে নিজের অভিনীত ‘হাউজফুল থ্রি’ মুক্তির পর মায়ামির উদ্দেশে উড়াল দেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

সেখানে ‘ব্যাং ব্যাং’ ছবির দ্বিতীয় কিস্তির কাজ করেছেন ৩০ বছর বয়সী এই তারকা।  

এ ছবিতে জ্যাকলিনকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। গুঞ্জন ছিলো, আলিয়ার সঙ্গে সিদ্ধার্থর ছাড়াছাড়ির পেছনে অন্যতম কারণ ৩১ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা। যদিও সিদ্ধার্থ-আলিয়া আবার কাছাকাছি এসেছেন। শ্রীলঙ্কান এই সুন্দরী বলেন, ‘নিজেরা যা চায় মানুষ সেটাই বিশ্বাস করে। তারা যেটা চায় তেমনই লেখে। আমি একা, এটাই আমার জন্য কাল হয়ে যায়! একা বলেই সহজে অন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত হই। মুখরোচক খবরের জন্য আমাকেই বেছে নেওয়া হয়। সুতরাং এসব খবরকে ব্যাখ্যা করার কিছু নেই। ’

মায়ামিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যাকলিন জানান, শুটিংয়ে পার্টিসহ দারুণ মজা করেছেন তারা। ভাগ্নেকে নিয়ে ঘুরেছেন ডিজনিল্যান্ডে, খেলেছেন জলক্রীড়া। সে সময় আমাদের সঙ্গে ছিলো ওর ভাগ্নে। তিনি বলেন, ‘আমি উল্কি করাতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারলাম জলকেলির মজাটা পাবো না। ’

‘ব্যাং ব্যাং’-এর সিক্যুয়েলের পরবর্তী ধাপের কাজ শুরু হবে সেপ্টেম্বরে। এর আগে মুক্তি পাবে জ্যাকলিন অভিনীত দুটি ছবি। এর মধ্যে ‘ঢিশুম’-এ তাকে দেখা গেছে ইশিকা চরিত্রে। অপহৃত এক ক্রিকেটারকে উদ্ধারে দুই পুলিশকে সহায়তা করে মেয়েটি। এতে তার সহশিল্পী জন অ্যাব্রাহাম ও বরুণ ধাওয়ান। ঈশিকা চরিত্রটি প্রসঙ্গে জ্যাকলিন বলেন, ‘মেয়েটি নির্ভীক ও গল্পে গুরুত্বপূর্ণ। ’

এদিকে রেমো ডি'সুজা পরিচালিত ‘অ্যা ফ্ল্যাইং জেট’ ছবির কাজ করছেন জ্যাকলিন। এখানে তাকে দেখা যাবে বেদনা বয়ে বেড়ানো যুবতীর ভূমিকায়। সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ।  

গল্প অনুযায়ী দুটোই নায়ক-প্রধান ছবি। এ নিয়ে ভীতি ছিলো না জ্যাকলিনের। ‘কিক’ তারকার ভাষ্য, ‘ছবি বাছাইয়ের ক্ষেত্রে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো চরিত্র, দারুণ চিত্রনাট্য এবং দক্ষ একটি দল। ’

দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো জ্যাকলিনও হলিউডে কাজ করতে আগ্রহী। তবে আপাতত তিনি মনোযোগ দিতে চান ইংরেজি ভাষার ছবি ‘অ্যাকর্ডিং টু ম্যাথু’ নিয়ে। এর গল্প সত্তর দশকে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। এক পুরোহিত ও একটি মেয়েকে ঘিরে এগোয় কাহিনিটি। এবারই প্রথম সত্যি কোনো চরিত্রে অভিনয় করবেন তিনি। এটি শ্রীলঙ্কায় মুক্তি পাবে আগামী মাসে।  

এদিকে শোনা যাচ্ছে, ডেভিড ধাওয়ানের ‘জড়ুয়া টু’ ও সাজিদ নাদিয়াড়ওয়ালার ‘কিক টু’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন জ্যাকলিন। সাজিদের প্রযোজনায় এর আগে পাঁচটি ছবিতে কাজ করেছেন তিনি। এগুলো হলো- ‘হাউসফুল’, ‘হাউসফুল টু’, ‘কিক’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘ঢিশুম’।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।