ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের ওপর নাখোশ অতিথিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
শাহরুখের ওপর নাখোশ অতিথিরা শাহরুখ খান

রসাত্মক কথাবার্তা বলার জন্য বলিউড বাদশা শাহরুখ খানের রসিক ও বুদ্ধিমান হিসেবে আলাদা পরিচিতি আছে। অবশ্য মাঝে মধ্যে এজন্য অনেকের রোষানলেও পড়তে হয় তাকে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মজার ছলে বলা তার একটি মন্তব্য শুনে অতিথিদের ভ্রু উঠে গেছে কপালে!

অত্যন্ত সফল নারীদের পথচলা ও তাদের দারুণ উন্নতির কথা নিয়ে গুঞ্জন জৈনের লেখা ‘শি ওয়াকস, শি লিডস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এখানে বক্তব্য দিতে গিয়ে লেখিকা গুঞ্জনকে দাঁড়িয়ে থাকতে দেখে শাহরুখ মুখে হাসি রেখে বলেন, ‘দয়া করে দাঁড়াবেন না। আমি কথা বলার সময় মেয়েদের শুয়ে থাকা দরকার। মজা করলাম। আমার কথায় পাত্তা দেবেন না। জানি শুধু এই মন্তব্যের জন্য বিপাকে পড়তে যাচ্ছি। ’

দর্শকসারিতে বসে থাকা কয়েকজন অতিথি মুখ টিপে হেসেছেন। তবে মজা করে বলা এমন মন্তব্যকে অনেকে মোটেও সহজভাবে নেননি। আইনজীবী ও সমাজকর্মী আভা সিং ছিলেন তাদের মধ্যে। টুইটারে তিনি নিজের ভাবনা তুলে ধরেন এভাবে, ‘তাজ হোটেলে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলাম। যেখানে শাহরুখ খান নারীদের সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছেন। ’

কয়েক মাস আগে ভারতে ক্রমবর্ধমান অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করে রোষানলে পড়েছিলেন শাহরুখ। এবারও তেমন হয় কি-না কে জানে!

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।