ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমিন ফিরোজা বেগম ও সাবিনা ইয়াসমিন

নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানাতে তার নামে সংগীত পদক প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জানা গেছে, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন গানের পাখি সাবিনা ইয়াসমিন।

 

আগামী ২৮ জুলাই ফিরোজা বেগমের জন্মবার্ষিকী। ওইদিন বিকেল ৪টায় ঢাবির সংগীত বিভাগ থেকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাবিনার হাতে পদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  

এ উপলক্ষে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের দাতা ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস -উদ-দৌলা।  

অনুষ্ঠানে আরও থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, বিজনেস অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. লীনা তাপসী খান, নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা  এবং নজরুলসংগীত শিল্পী সুস্মিতা আনিসসহ ফিরোজা বেগমের পরিবারের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।