ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কারিনার মাতৃত্ব পরবর্তী ক্যারিয়ার ভাবনা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
কারিনার মাতৃত্ব পরবর্তী ক্যারিয়ার ভাবনা  কারিনা কাপুর খান

বলিউডের বেগম কারিনা কাপুর খান মা হতে যাচ্ছেন এ বছরের ডিসেম্বরে। মাতৃত্বকে খুবই স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন তিনি।

এ সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমের বিশেষ মনোযোগ চান না ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।  

নিজের সবশেষ সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, একই সঙ্গে ক্যারিয়ার ও সুখী বৈবাহিক জীবন কাটানো অল্প অভিনেত্রীদের মধ্যে তিনিও আছেন।  

বেবো (কারিনার ডাকনাম) আরও শেয়ার করেছেন, কাজ ও ব্যক্তিজীবনের বেলায় সাইফ আলি খানের মনোভাব তার মতোই। ছোট নবাব কখনও প্রত্যাশা করেন না, পরিবারের জন্য ক্যারিয়ারকে জলাঞ্জলি দেবেন তার অর্ধাঙ্গিনী।  

সাইফ বরং কারিনাকে বলতে থাকেন, স্ত্রীকে কাজ করতে না দিয়ে শুধু নিজে ব্যস্ত থাকলে তা হবে স্বার্থপরতা।  

এদিকে কারিনা শিগগিরই শুরু করতে যাচ্ছেন ‘ভিরে ডি ওয়েডিং’ ছবির শুটিং। রিয়া কাপুরের প্রযোজনায় এতে আরও অভিনয় করবেন সোনম কাপুর। তারা দু'জনই অনিল কাপুরের কন্যা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।