ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নিরবকে আটকে রাখলো বৃষ্টি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
নিরবকে আটকে রাখলো বৃষ্টি!

হতাশ চিত্রনায়ক নিরব। তার হতাশার কারণ বৃষ্টি! সোমবার (২৫ জুলাই) কক্সবাজারে বেকার বসে থেকে দিন কেটেছে তার।

‘গেম রিটার্নস’ ছবির গানের দৃশ্যায়নে অংশ নিতে গত ২১ জুলাই থেকে তিনি আছেন সেখানে।  

সন্ধ্যায় নিরব বাংলানিউজকে বললেন, ‘বৃষ্টিতে আটকে ছিলাম সারাদিন। এখনও বৃষ্টি হচ্ছে। একটু একটু কমেছে। কিন্তু লাভ কী! দিন তো চলেই গেছে। এ কারণে প্রযোজকের গচ্চা গেলো দেড় লাখ টাকা। ’ 

যোগ করে নিরব আরও বলেন, ‘কক্সবাজারে এবার আসার প্রথম তিন দিন কিছুক্ষণ পরপর বৃষ্টি হয়েছে। আমরা মেঘের আনাগোনা দেখলেই বুঝতাম বৃষ্টি হবে। তাই মেঘের দিকে খেয়াল রেখে ফাঁকে ফাঁকে কাজ করেছি। ’ 

কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানি বিচ ও হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্যে ছবিটির দুটি গানের চিত্রায়ন হয়েছে অনেকটুকু। ‘মনের মঞ্জিল’ শিরোনামের একটি গানের কাজ করার পরিকল্পনা ছিলো বান্দরবানে। কিন্তু সেটা ভেস্তে দিলো বৃষ্টি। কক্সবাজারেই সেটা সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রয়েল খান।  

তিনটি গানেই নিরবের সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা তমা মির্জা। নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল। ছবিটিতে আরও আছেন লাবণ্য লি, মিশা সওদাগর প্রমুখ। কাহিনি ও সংলাপ আব্দুল্লাহ জহির বাবুর।

কক্সবাজারে যাওয়ার আগে ২০ জুলাই চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের থিম সংয়ের তালে নেচেছেন নিরব। সঙ্গে ছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।