ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গাজী রাকায়েতকে তরুণ নির্মাতাদের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
গাজী রাকায়েতকে তরুণ নির্মাতাদের শুভেচ্ছা

নতুন প্রজন্মের টিভি ও বিজ্ঞাপনচিত্র নির্মাতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েত। সম্প্রতি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের প্রথম নির্বাচিত সভাপতি হওয়ায় তাকে এই সম্মান জানান অনুজ নির্মাতারা।

 

টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে ১৮৪ ভোট পাওয়া সভাপতি প্রার্থী গাজী রাকায়েতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরেছেন জাহিদ হাসান (১৪৩) ও কায়েস চৌধুরী (১০)।  

গাজী রাকায়াতকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ইমেল হক, মারুফ মিঠু, সেতু আরিফ ও পিকলু চৌধুরী। তাদের মধ্যে নেয়ামূল নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক (১৪৫)। আর কার্যনির্বাহী সদস্য হয়েছেন মারুফ মিঠু। এ ছাড়া বাকিরা নিজ নিজ পদে হেরেছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬ 
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।