ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘শিকারি’র সাফল্য নিয়ে কলকাতায় শাকিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
‘শিকারি’র সাফল্য নিয়ে কলকাতায় শাকিব শাকিব খান, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’র দৃশ্যধারণের কাজে এক মাস কলকাতায় থাকতে হয়েছিলো ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এর মধ্যে ক্ষণিকের জন্য দেশে এসেছিলেন।

ছবিটি সফলতা পেতে যাচ্ছে এমনটা আগেই প্রত্যাশা করেছিলেন দুই বাংলার দর্শক। হয়েছেও তা-ই।  

‘শিকারি’র সাফল্যে উচ্ছ্বসিত শাকিব কাছাকাছি সময়ে আবার গেলেন কলকাতায়। রোববার (২৪ জুলাই) ‘শিকারি’র সাফল্যকে সঙ্গে নিয়ে কলকাতায় গেলেন জনপ্রিয় এই চিত্রনায়ক।  

জানা গেছে, শাকিব রোববার আসামের শহর বকো মাতিয়েছেন নাচে-গানে। শহরের হাচোরি গ্রাম উন্নয়ন পরিষদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। তাকে দেখতে জনতার ভিড় ছিলো চোখে পড়ার মতো।

শাকিব এখনও অবস্থান করছেন কলকাতায়। সেখানে চালাচ্ছেন ‘শিকারি'র প্রচারণা। আগামী ১২ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শাকিব-শ্রাবন্তী জুটির এই ছবি।  

অনুসন্ধানে জানা গেছে, এবারের কলকাতা সফরে যৌথ প্রযোজনার একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব। নিজের এসকে ফিল্মসের সঙ্গে ভেঙ্কটেশকে নিয়ে তিনি তৈরি করবেন যৌথ প্রযোজনার নতুন ছবি। আগামী ২৯ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। এরপরই তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।