ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রঙ খেললেন শবনম ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
রঙ খেললেন শবনম ফারিয়া ‘রঙ খই’ নাটকে অপূর্ব ও শবনম ফারিয়া

এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া কোনোদিনই রঙ মেখে সঙ সাজেননি। প্রথমবার একটি নাটকে অভিনয়ের সুবাদে তিনি রঙ মাখলেন।

শুধু তা-ই নয়, রঙ নিয়ে রীতিমতো খেলেছেন তিনি।  

নাটকটির নাম ‘রঙ খই’। গত ১৮ ও ১৯ জুলাই পূর্বাচল শুটিং বাড়িতে এর দৃশ্যধারণ করা হয়। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও শবনম ফারিয়া।  

রঙ খেলা প্রসঙ্গে শবনম ফারিয়া বাংলানিউজকে বলেন, “জীবনে কখনও রঙ খেলিনি।   এবারই প্রথম রং খেললাম নাটকের জন্য।   মজার বিষয় হলো, রঙ খেলার দৃশ্যটি ধারণের জন্য পুরো ইউনিট প্রস্তুত হতেই বৃষ্টি নামলো। এভাবেই কাটলো অনেকক্ষণ। শেষমেষ বৃষ্টিতে ভিজেই রঙ খেলার দৃশ্যটি ধারণ করা হলো। ’

যোগ করে শবনম ফারিয়া আরও বলেন, ‘আরেকটি দৃশ্যের প্রয়োজনে নৌকায় উঠেছিলাম।   ওঠার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলাম।   কেটেও গেলো পা।   তারপর ব্যান্ডেজ করা হলো। আরেকটি দৃশ্যে নাটাই হাতে ঘুড়ি উড়িয়েছি। ’

‘রঙ খই’-এর গল্পটি সাজানো হয়েছে মূলত দুই বন্ধুর না বলা ভালোবাসা নিয়ে।   অভ্র (অপূর্ব) ও ইরা (ফারিয়া) ভালো বন্ধু। দু’জনই একে অপরকে ভালোবাসে।   কিন্তু তারা কেউ কাউকে তা বলতে পারে না।   একসময় অভ্র দেশের বাইরে চলে যায়।   সেখান থেকে দেশে ফিরে এসে তার আবারও ইরার সঙ্গে জড়ানো সব স্মৃতি মনে পড়তে থাকে।

আবু হায়াত মাহমুদের পরিচালনায় এটি লিখেছেন দয়াল শাহা। শিগগিরই যে কোনো শুক্রবার আরটিভির পর্দায় নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।