ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রিজমা জ্বরে কাবু অমিতাভের নাতনি ও শাহরুখ-পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
প্রিজমা জ্বরে কাবু অমিতাভের নাতনি ও শাহরুখ-পুত্র আরিয়ান খান ও নভ্য নাভেলি নন্দা

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনী নভ্য নাভেলি নন্দা ও বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান জনসম্মুখে ক্যামেরাবন্দি হতে চান না ঠিকই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকেন দু’জনে। কিছুদিন আগে তারা যে একসঙ্গে ফুকেটে বেড়াতে গিয়েছিলেন তা জানা গেছে ইনস্টাগ্রামে পোস্ট দেখে।

এবার প্রিজমা জ্বর পেয়ে বসেছে তাদেরকে।

নভ্য ও আরিয়ান প্রিজমা অ্যাপে সম্পাদিত তাদের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। প্রিজমার জন্য শাহরুখ-পুত্র বেছে নিয়েছেন পুরনো একটি ছবি। অন্যদিকে নভ্যকে পুরোপুরি ডিভার মতো লাগছে! বলিউডে যে যোগ দেবেন, এ ছবির মাধ্যমে যেন সেই বার্তাটাই দিলেন নভ্য।

এদিকে নভ্য ও আরিয়ানের আগেই বলিউডের বেশ কয়েকজন তারকা প্রিজমা অ্যাপে নিজেদের ছবি সম্পাদনা করে চলতি হাওয়ায় গা ভাসিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।