ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘ঈগলের চোখ’ ছবিতে আরমীন মুসার গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
‘ঈগলের চোখ’ ছবিতে আরমীন মুসার গান (ভিডিও) আরমীন মুসা

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের অভিনয়ের সুবাদে কলকাতার বাংলা ছবি ‘ঈগলের চোখ’-এর প্রতি এখানকার দর্শকদেরও কৌতূহল তৈরি হয়েছে। এতে যুক্ত হয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আরমীন মুসা।

ছবিটির একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।  

গত ২৪ জুলাই ‘রাতের মাঝারে’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশিত হয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে। এতে ছবিটির বিভিন্ন দৃশ্যের পাশাপাশি যুক্ত রয়েছে স্টুডিওতে আরমীনের কণ্ঠ দেওয়ার কয়েকটি মুহূর্ত।

গানটির কথা লিখেছেন সুজাত গুহ। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ তৈরি হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে। আরমীনের সঙ্গে তাদের তিনজনকেও স্টুডিওতে দেখা যাচ্ছে এ ভিডিওর মাধ্যমে।  

কলকাতার ছবিতে এর আগেও গান গেয়েছেন আরমীন মুসা। পাঁচ বছর আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত প্রথম ছবি ‘জিও কাকা’র ‘নদী ভরা ঢেউ’ গানের রিমিক্স সংস্করণটি তারই গাওয়া।  

আরমীন মুসা বেড়ে উঠেছেন সংগীত পরিবারে। প্রখ্যাত শিল্পী আব্বাসউদ্দীনের বংশধর তিনি। তার নানা মুস্তাফা জামান আব্বাসী। মা নজরুলসংগীত শিল্পী ড. নাশিদ কামাল। ফুয়াদের সংগীতায়োজনে গাওয়া ‘ভ্রমর কইয়ো গিয়া’ গানটি সংগীতাঙ্গনে জনপ্রিয়তা এনে দেয় আরমীন মুসাকে। ভিন্ন ঘরানার গান গেয়ে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি মনসুর আলি পরিচালিত ‘৭১-এর সংগ্রাম’ ছবিতে কাজ করেছেন সংগীত পরিচালক হিসেবে।  

* ‘ঈগলের চোখ’ ছবির ‘রাতের মাঝারে’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।