ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘ঢিশুম’ চমক অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
‘ঢিশুম’ চমক অক্ষয় কুমার! অক্ষয় কুমার

বলিউড অভিনেতা অক্ষয় কুমার স্বল্প উপস্থিতির একটি চরিত্রে অভিনয় করেছেন ‘ঢিশুম’ ছবিতে। এটা সবার কাছেই চমক হয়ে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্থিরচিত্র শেয়ার করে খবরটি দেন ‘খিলাড়ি’ তারকা।

‘ঢিশুম’-এর মতো অক্ষয়কে আগে কখনও দেখেনি দর্শকরা। স্থিরচিত্রে দেখা যাচ্ছে ৪৮ বছর বয়সী এই অভিনেতা ফিল ড্রাইফিং করছেন। কালো রঙা গেঞ্জি পরে মাথায় ঝুটি বেঁধে বাহনটি চালিয়েছেন আক্কি। সঙ্গে চোখে ট্রেডমার্ক দুষ্ট চাহনি। তবে কোন চরিত্রে অভিনয় করেছেন তিনি তা জানা যায়নি।

টুইটে অক্ষয় শুধু লিখেছেন, ‘অতিথি শিল্পীর চরিত্রে শুটিং করলাম। শুভকামনা জানাই আমার বন্ধু প্রযোজক সাজিদ (নাদিয়াড়ওয়ালা), জন (অ্যাব্রাহাম), বরুণ (ধাওয়ান) ও জ্যাকিকে (জ্যাকলিন ফার্নান্দেজ)। ’

আগামী ২৯ জুলাই মুক্তি পাবে রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিশুম’। এতে আরও অভিনয় করেছেন নার্গিস ফাখরি এবং অক্ষয় খান্না। বিখ্যাত এক ক্রিকেটারকে অপহরণ ও তাকে উদ্ধারে দুই তরুণ পুলিশ কর্মকর্তার রুদ্ধশ্বাস অভিযানকে ঘিরেই ছবিটির গল্প।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।