ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’  সুস্মিতা আনিস

নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের ৯০তম জন্মদিন আগামী ২৮ জুলাই। তাকে স্মরণ করে এদিন নিজের গাওয়া গানের মিউজিক ভিডিও বের করতে যাচ্ছেন তার ভাতিজি সুস্মিতা আনিস।

‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আসাফুদ্দৌলাহ।  

সুস্মিতা আনিস জানান, ফরিদপুরে তার দাদাবাড়িতে ভিডিওর চিত্রায়ন হয়েছে। এতে রয়েছে পারিবারিক অনেক স্মৃতিবহুল ছবি। ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

২৮ জুলাই চ্যানেল আইয়ে প্রথমবার প্রচার হবে মিউজিক ভিডিওটি। একই দিন সকালে চ্যানেলটির ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গাইবেন সুস্মিতা। ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’ গানটি উপভোগ করা যাবে শিল্পীর ইউটিউব চ্যানেলেও।    

সম্প্রতি এসিআই ফাউন্ডেশনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘ফিরোজা বেগম স্মৃতি ট্রাস্টফান্ড’-এর ট্রাস্টি বোর্ডের সদস্য সুস্মিতা আনিস। ট্রাস্টফান্ডের উদ্যোগে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক ২০১৬’ পাচ্ছেন সাবিনা ইয়াসমিন।  

নজরুলসংগীত শিল্পী সুস্মিতা আনিস আধুনিক গানও করেন। এ পর্যন্ত তার পাঁচটি অ্যালবাম ও একটি ভিডিও সিডি প্রকাশিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।