ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘লাকী ভাইয়ের জন্যে’ টরেন্টোতে সঙ্গীত সন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
‘লাকী ভাইয়ের জন্যে’ টরেন্টোতে সঙ্গীত সন্ধ্যা

ঢাকা: ক্যান্সার আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের চিকিৎসা সহায়তায় কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীত সন্ধ্যা ‘লাকী ভাইয়ের জন্যে’।

৩০ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭টায় টরন্টোর গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারে এ সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কানাডার সব জনপ্রিয় বাঙালি শিল্পীরা। দর্শকদের জন্য টিকিট মূল্য ধার্য করা হয়েছে ন্যূনতম ২৫ ডলার, আর শিল্পীদের জন্য ৫০ ডলার। ন্যূনতম ৫০০০ ডলার তহবিল সংগ্রহ লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

কানাডার ভক্ত ও সংগীত অনুরাগীদের ভালোবাসা মিশ্রিত এমন একটি অনুষ্ঠান আয়োজনের কথা শুনে শিল্পী লাকী আখান্দ তার ভক্ত ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।  

মঙ্গলবার (২৬ জুলাই) এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ আয়োজকদের পক্ষে শিল্পী আশিকুজ্জামান টুলু বলেন, শহরের শিল্পীরা অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি আর্থিক অনুদানের প্রতিশ্রুতিও দিয়েছেন। আমাদের অনেকের গুরু শিল্পী লাকী আখান্দের জন্যে কিছু করতে পারলেই আমরা নিজেদের ধন্য মনে করবো।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- আশিকুজ্জামান টুলু, ইমামুল হক কিসলু, ফারজানা চৌধুরী বিন্দু, শারমিন শর্মী, টিনা কিবরিয়া ও নুসরাত জাহান স্বাতী।  

‘লাকী ভাইয়ের জন্যে’ তহবিলে সাহায্য পাঠাতে পারেন আপনিও।

সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন- ফারজানা চৌধুরী বিন্দু (ফোন ১- ৪১৬-৮৩৭-১৭৮৩, ই-মেইল- bideesha_71@yahoo.com) এবং শারমিন শর্মী ( ফোন ১- ৬৪৭-৯৭৯-২০১৬, ই-মেইল- sharif.sharmin@gmail.com)।

সংগৃহীত অনুদানের সব অর্থ শিল্পীর ভক্ত ও সংগীত অনুরাগীদের পক্ষে কিংবদন্তী শিল্পী লাকী আখান্দের হাতে পৌঁছে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আরএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।