ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ফেরদৌস ওয়াহিদের সঙ্গে জার্মান মডেল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ফেরদৌস ওয়াহিদের সঙ্গে জার্মান মডেল  ফেরদৌস ওয়াহিদ ও আলেক্সান্দ্রা

ক’দিন আগে নাচে-গানে ভরপুর একটি মিউজিক ভিডিও বের করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ওই রেশ কাটতে না কাটতেই ঘোষণা এলো নতুন ভিডিওর।

ফেরদৌস ওয়াহিদের এই গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন এক বিদেশিনী। তার নাম আলেক্সান্দ্রা কুশনারেভা।  

সম্প্রতি নেপালের পোখারা ও কাঠমাণ্ডুর বিভিন্ন স্থানে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন ফেরদৌস ওয়াহিদ ও আলেক্সান্দ্রা। কবির বকুলের লেখা ‘একই আকাশ নীলে’ গানটিতে মডেল হয়েছেন জার্মানির এই নাট্যকর্মী, মডেল ও নৃত্যশিল্পী। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন তারেক আজিজ নিশক। এখানে আরেকটি গানের ভিডিও ধারণের কাজ সম্পন্ন হয়েছে।  

এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘নেপালের অনেক সুন্দর লোকেশনে আমরা গানগুলোর শুটিং করেছি। ভিন্ন মাত্রা যোগ করতে একজন জার্মান মডেলকে নিয়েছি। ’

ফেরদৌস ওয়াহিদের ২৩ নম্বর একক অ্যালবাম 'রোদের বুকে' থেকে নেওয়া হয়েছে ‘একই আকাশ নীলে’ গানটি। এর আগে একই অ্যালবামের ‘মানুষ যাকে বলে’ গানের ভিডিও এসেছে গত ১৫ জুলাই।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।